সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সব স্থাবর সম্পদের রিসিভার (রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কর্তৃপক্ষ) নিয়োগের জন্য আদালতে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের যৌথ অনুসন্ধান টিমের (জিট) নেতা মো. মশিউর রহমান এর সই করা আবেদন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে পেশ করা হয়েছে গত বৃহস্পতিবার।
দুদক সূত্রে এই খবর জানা গেছে।
সূত্র জানায়, আবেদনে দেশের ভেতরে চট্টগ্রাম ও ঢাকায় তাঁর নামে-বেনামে স্থাপনা, ফ্ল্যাটসহ অন্যান্য স্থাবর সম্পদের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন। এর আগে আদালতের চারটি আদেশে দেশের অভ্যন্তরে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমানো টাকা, শেয়ার আদালতের আদেশ অনুযায়ী অবরুদ্ধ করা হয়েছে। অস্থাবর সম্পদগুলো সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জিম্মায় রাখায় ওইসব সম্পদের রিসিভার নিয়োগের আবেদন জানানো হয়নি।
এ পর্যায়ে তাঁর সব ধরনের স্থাবর সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগের আবেদন জানানো হলো। আবেদনে বলা হয়, ওইসব সম্পদ রক্ষায় আদালতের আদেশে রিসিভার নিয়োগ করা না হলে সম্পদগুলো বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকালের মধ্যে আদালত রিসিভার নিয়োগের আদেশ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.