এনসিসি ব্যাংক ও ডিএনসিসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক সম্প্রতি উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে এনসিসি ব্যাংকের গ্রাহকরা সহজেই ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ফি ও কর যেমন: হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, হোটেল ট্যাক্স, মার্কেট সালামি, হুইল ট্যাক্স ও অন্যান্য পৌরকর ইত্যাদি পরিশোধ করতে পারবে।

শনিবার (৮ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান ও প্রধান হিসাব কর্মকর্তা মো. বরকত হায়াত এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, এসএভিপি ও হেড অব কার্ডস (চলতি দায়িত্ব) মোহাম্মদ আমিনুল ইসলাম এবং এফএভিপি ও ডিএফএস বিজনেস প্রধান মো. সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রযুক্তিনির্ভর এই সেবার আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা এনসিসি ব্যাংকের যেকোনো শাখায় অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং সিআরএম এর মাধ্যমে বিভিন্ন ট্যাক্স ও ফি সহজেই পরিশোধ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “ব্যাংকিং সেবার সঙ্গে প্রযুক্তিকে একত্রিত করে আমরা নাগরিকদের আরও সহজ, রিয়েল-টাইম ও ডিজিটাল পেমেন্ট সুবিধা দিচ্ছি। এই উদ্যোগ ডিএনসিসির রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করবে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.