সাপ্তাহিক দর দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর-০৬ নভেম্বর)  সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ২৫ দশমিক ৮৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ২২ দশমিক ৫৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারের দর কমেছে ২২ দশমিক ২০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের ২২ দশমিক ০৫ শতাংশ, বিআইএফসির ২১ দশমিক ৮৮ শতাংশ, পিডিএলের ২১ দশমিক ২৮ শতাংশ, ফার কেমিক্যালের ২০ দশমিক ৪৪ শতাংশ, লুব রেফের ১৯ দশমিক ০৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮ দশমিক ৫৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ১৮ দশমিক ১৮ শতাংশ দর কমেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.