প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পদ্মা অয়েল

‘এমডি কর্তৃক ভুল লভ্যাংশ প্রস্তাব, পদ্মা অয়েলের আর্থিক ক্ষতিসাধন’ শিরোনামে গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) অর্থসূচকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পদ্মা অয়েল পিএলসি।

কোম্পানিটির সেক্রেটারি আলী আবছার সই করা প্রতিবাদলিপিতে অর্থসূচকের প্রতিবেদন উল্লেখ করে বলা হয়,, “এমডি কর্তৃক ভুল লভ্যাংশ প্রস্তাব, পদ্মা অয়েলের আর্থিক ক্ষতিসাধন”-শিরোনামে যে সংবাদ আপনার অনলাইন পোর্টাল পত্রিকায় অনলাইনে প্রকাশিত হয়েছে তা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রকাশিত সংবাদটি সঠিক নয় যা কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে এবং আমাদের সম্মানিত শেযারহোল্ডারগণের নিকট ভুল তথ্য যাচ্ছে। প্রকৃতপক্ষে কোম্পানি আইনে ৭০ শতাংশ সংরক্ষিত তহবিলে রাখা এবং নিট আয়ের ৩০% লভ্যাংশ প্রদান করতে হবে এ ধরনের কোন নির্দেশনা নেই।

এ কোম্পানি যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি ডিভিডেন্ট পলিসি আছে যা বিবেচনায় এবং বিদ্যমান সকল প্রাসঙ্গিক আইন কানুন মেনে ডিভিডেন্ট ঘোষণা করা হয়ে থাকে। ডিভিডেন্ট পলিসি অনুযায়ী কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণের স্বার্থ বিবেচনায় পূর্বের ধারাবাহিকতায় বিগত বছরের তুলনায় ২০% অতিরিক্ত ডিভিডেন্ট অর্থাৎ ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়েছে।

ডিভিডেন্ট প্রদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশিত কর হার অনুযায়ী সরকারকে কর পরিশোধ করতে হয। এ কোম্পানি নিয়ম অনুযায়ী যথাসময়ে সকল প্রকার কর দায় পরিশোধ করে থাকে। ডিভিডেন্ট প্রদানের ক্ষেত্রে কোন প্রকার কর প্রদান করা হলে তা কোম্পানির ক্ষতি নয় বরং জাতীয় উন্নয়নে এবং সামাজিক দায়বদ্ধতার জন্য এ কোম্পানি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ কোম্পানি সকল প্রকার নিয়মকানুন অনুসরণ করে সুনামের সাথে প্রথম শ্রেণীর বিপণন কোম্পানি হিসেবে সর্বজন স্বীকৃত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সংবলিত খবর কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণের সার্বিক স্বার্থ সংরক্ষণে এ কোম্পানি বদ্ধপরিকর।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.