মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালাম এর পরিবারকে মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ৫ লাখ টাকা এবং অবশিষ্ট ১০ লাখ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম আবুল কালাম এর সহধর্মিনী আইরিন আকতার প্রিয়া-এর নিকট সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে মরহুম আবুল কালামের নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরা (৩ বছর)-এর নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম এর আওতায় প্রতিটি ৭ দশমিক ৫০ লাখ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফাভিত্তিক জিম্মাদার আমানত হিসাব খোলা হয়েছে।
এই হিসাবের প্রাপ্ত মুনাফা থেকে প্রতি মাসে পরিবারটি তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.