‘ব্ল্যাক ফ্রাইডে’-এর পরিচিতি ছাপিয়ে “সুন্দরা” এই বছর ‘শপফেস্ট’ নামটি বেছে নিয়েছে। বিউটি, লাইফস্টাইল এবং খেলনাসহ সকল পণ্যে ক্রেতারা পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। স্টোর এবং অনলাইনে sundora.com.bd উভয় প্ল্যাটফর্মেই এই আকর্ষণীয় অফারটি প্রযোজ্য।
সুন্দরা বিউটি: গ্রাহকরা MAC, Tom Ford, Valentino, Prada, TonyMoly, Smashbox এবং Yankee Candle-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন।
সুন্দরা টয়েজ: শিশু ও উৎসাহীদের জন্য থাকছে LEGO, Hot Wheels, Barbie, এবং Crayola-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের মজাদার সংগ্রহ।
বনানী, গুলশান, ধানমন্ডি এবং যমুনা ফিউচার পার্কের সুন্দরা স্টোরগুলো সেজে উঠবে উৎসবের আমেজে। সেখানে থাকবে লাইভ প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ জোন। পাশাপাশি, অফারগুলো অনলাইনেও পাওয়া যাওয়ায় প্রত্যেকেই এই অফার উপভোগ করতে পারবেন।
সুন্দরা-এর রিটেইল মার্কেটিং লিড মুনাওয়ার চৌধুরী বলেন, “শপফেস্ট হলো আমাদের দেশীয় চেতনার সঙ্গে বিশ্বমানের উৎসবকে উদযাপন করার একটি সুযোগ। আপনার নিজের বা প্রিয়জনের জন্য পারফিউম, স্কিন-কেয়ার প্রোডাক্ট, সেন্টেড ক্যান্ডেল অথবা খেলনা বেছে নিতে আজই চলে আসুন সুন্দরার সবচেয়ে বড় সেল “শপফেস্ট“-এ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.