নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ‘শাটডাউনকে’ একটি বড় কারণ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থাকে “ডেমোক্র্যাটদের সৃষ্ট বিপর্যয়” বলেও অভিহিত করেন তিনি।
সিনেটরদের সাথে প্রাতঃরাশে ট্রাম্প গত রাতে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে ‘একটি আকর্ষণীয় সন্ধ্যা’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, আপনি জানেন, গত রাতে জয়ের আশা করা হয়নি। নির্বাচন “খুবই গণতান্ত্রিক” ছিল এবং এটা রিপাবলিকানদের জন্য ভালো ছিল না। কিন্তু আমাদের একটি আকর্ষণীয় সন্ধ্যা কেটেছে এবং আমরা অনেক কিছু শিখেছি। আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমি কয়েকটি মন্তব্য করবো এবং তারপরে আমি প্রেসকে চলে যেতে বলব।
প্রেসিডেন্ট বলেন, জরিপকারীদের মতে, শাটডাউনের কারণে সরকারি অচলাবস্থা রিপাবলিকানদের জন্য একটি বড় নেতিবাচক কারণ ছিল এবং ব্যালটে তার নিজের নাম না থাকা ছিল “সবচেয়ে বড় কারণ”। গত পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা এখন আমেরিকার ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা বলে উল্লেখ করেন তিনি।
দোষারোপ অব্যাহত রেখে তিনি বলেন, সিনেটে “ডেমোক্র্যাট উগ্রপন্থিরা” সরকারকে পুনরায় কার্যকর করার ব্যাপারে “শূন্য আগ্রহ” দেখিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.