গুলশান ক্লাব অলিম্পিয়াডে ৬ ইভেন্টে স্বর্ণপদক জয়, জমজমাট প্রতিযোগিতা

রাজধানীর গুলশান ক্লাবে চলছে অলিম্পিয়াড। দেশের বিভিন্ন ক্লাবের সদস্যরা অলিম্পিয়াডে অংশ নিয়েছেন। বুধবার জমজমাট ছিল গুলশান ক্লাব অলিম্পিয়াড। এদিন হয়েছে ভারোত্তোলন, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, ফুটবল এবং টেনিস ইভেন্টের ফাইনাল পর্ব।

এদিন সবমিলিয়ে ছয়টি ইভেন্টের ফল এসেছে। ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছে গুলশান ক্লাব লিমিটেড (ডেডলিফট ও বেঞ্চ প্রেস)। দাবায় স্বর্ণপদক জিতেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড।

সাঁতারের তিন বিভাগে স্বর্ণপদক জিতেছে দ্য আমেরিকান ক্লাব। বিভাগ তিনটি হল ২১-৪০ বছর, ৪১-৬০ বছর ও ওপেন ক্যাটাগরি। ব্যাডমিন্টনে নারী ও মিক্সড ডাবলসে স্বর্ণপদক জিতেছে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড। ফুটবলে চ্যাম্পিয়ন দ্য আমেরিকান ক্লাব। ছেলেদের টেনিস ইভেন্টে সোনা জিতেছে গুলশান ক্লাব লিমিটেড।

বিজয়ীদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি এম. এ. কোয়াদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড ২০২৫ আয়োজক কমিটি চেয়ারম্যান তারেক রহমান। ছিলেন ভাইস-চেয়ারম্যান ও পরিচালক মেহেদি হাসান, নাফিসা তারান্নুম ভাইস-চেয়ারম্যান ও পরিচালক (ফাইন্যান্স) এবং মেহেদি মালেক সাজিব ভাইস-চেয়ারম্যান ও পরিচালক (স্পোর্টস)।

২০২৫ সালের ৩০ অক্টোবর উদ্বোধিত গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫ পরিবারিক মূল্যবোধ, খেলাধুলার মনোভাব এবং কমিউনিটি স্পিরিটের প্রতি ক্লাবটির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। দেশের বিভিন্ন ক্লাবকে একত্রিত করে এই অলিম্পিয়াড বন্ধুত্ব, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনা উদযাপন করে, যা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে তোলে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.