নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে মামদানির জয়

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এ ঐতিহাসিক জয় অর্জন করেন তিনি। শহরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তি মেয়র নির্বাচিত হলেন।

বর্তমান মেয়র এরিক অ্যাডামসও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়ার কথা ছিল। তবে গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি।

নিউইয়র্ক সিটির নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ভোটার উপস্থিতি গেল তিন দশকের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১৭ লাখ ভোট পড়েছে। এর আগে ১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন, যখন রিপাবলিকান রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট ডেভিড ডিনকিনসকে হারিয়ে মেয়র হন।

এবারের নির্বাচনে আগাম ভোটের সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন ভোটার আগেই ভোট দিয়েছেন- যা প্রেসিডেন্ট নির্বাচন ব্যতীত নিউইয়র্কে সর্বোচ্চ আগাম ভোটদানের ঘটনা।

ভোটগ্রহণ চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এরপরই শুরু হয় গণনা। অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মামদানি।

জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন সংকট মোকাবিলা ও তরুণদের জন্য উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে প্রচার চালান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, যার প্রতিফলন মিলেছে ভোটের ব্যালটে।

অন্যদিকে, নির্বাচনী ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় রিপাবলিকানদের দুর্বল ফলাফলের জন্য নিজেকে ব্যালটে না থাকা এবং চলমান শাটডাউনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, জরিপকারীদের মতে- “ট্রাম্প ব্যালটে ছিলেন না এবং শাটডাউন- এই দুই কারণেই রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে।”

তবে কোন জরিপকারীর তথ্যের ভিত্তিতে তিনি এমন দাবি করেছেন, তা পরিষ্কার করেননি ট্রাম্প। তাঁর বক্তব্যের উৎসও অস্পষ্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছে। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে জয় ছাড়াও নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.