গুলশান ক্লাব অলিম্পিয়াডের উত্তেজনাপূর্ণ যাত্রা অব্যাহত রয়েছে। গলফ, কুইজ, স্কোয়াশ, টেবিল টেনিস, ব্যাডমিন্টন (পুরুষ) ও পুলের ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।
রোমাঞ্চকর গলফ (রেগুলার) প্রতিযোগিতায় সিসিসিএল (CCCL) স্বর্ণপদক অর্জন করে, গুলশান ক্লাব ওয়ারিয়র্স রৌপ্যপদক ও এইইএ (AEEA) তৃতীয় স্থান লাভ করে। গলফ (সিনিয়র) বিভাগে ইউসিএল (UCL) স্বর্ণ, সিবিসিএল (CBCL) রৌপ্য এবং গুলশান ক্লাব ওয়ারিয়র্স ব্রোঞ্জ জয় করে।
কুইজ প্রতিযোগিতায় গুলশান ক্লাব অ্যাভেঞ্জার্স স্বর্ণপদক জয় করে, গুলশান ক্লাব ওয়ারিয়র্স রৌপ্য ও এইইএ ব্রোঞ্জ অর্জন করে। পুল ও পুরুষদের বাস্কেটবলে সিলেট ক্লাব চ্যাম্পিয়ন হয়, স্কোয়াশে বিজয়ী হয় চট্টগ্রাম ক্লাব। টেবিল টেনিসে গুলশান ক্লাব এবং ব্যাডমিন্টন (পুরুষ) বিভাগে গুলশান ইয়ুথ ক্লাব শিরোপা জেতে।
গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি মি. এম. এ. কাদের (আনু) বিজয়ীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অলিম্পিয়াড ২০২৫ আয়োজক কমিটির চেয়ারম্যান মি. তারেক রহমান, ভাইস-চেয়ারম্যান ও গুলশান ক্লাবের প্রশাসন পরিচালক মি. মেহাদি হাসান, ভাইস-চেয়ারম্যান ও অর্থ পরিচালক মিস মাফিসা তারান্নুম, এবং ভাইস-চেয়ারম্যান ও ক্রীড়া পরিচালক মি. মেহেদি মালেক সাজিব।
২০২৫ সালের ৩০ অক্টোবর উদ্বোধিত গুলশান ক্লাব অলিম্পিয়াডের লক্ষ্য হলো পরিবারিক মূল্যবোধ, খেলোয়াড়সুলভ মনোভাব ও সামাজিক ঐক্যকে উৎসাহিত করা। দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের একত্রিত করে বন্ধুত্ব, দলীয় চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ প্রতিযোগিতা ও সক্রিয় জীবনধারায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
			
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.