বিসিবিতে ৪৩ ক্লাবের চিঠি, স্বাক্ষর করেননি তামিম-সুজন

সর্বশেষ বিসিবি নির্বাচন বর্জন করেছিল ঢাকার ৪৮টি ক্লাব। তাদের সর্বশেষ দাবি ছিল বিসিবি নির্বাচন পিছিয়ে দেয়ার। তবে তাদের দাবি না মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এরপরই সেই ক্লাবগুলো আবারও সংবাদ সম্মেলন ডাকে।

সেখানে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা করে ক্লাবগুলো। সেই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা দেয়া হয়েছিল ক্লাবগুলোর পক্ষ থেকে। তবে সিসিডিএমের পক্ষ থেকে ক্লাবগুলোকে রাজি করানোর তোড়জোড় শুরু হয়।

এবার জানা গেছে ৪৮টি ক্লাবের মধ্যে ৪৩টি ক্লাব বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তবে খালেদ মাহমুদ সুজন ও তামিম ইকবাল নিজ নিজ ক্লাবের পক্ষে সেই চিঠিতে স্বাক্ষর করেননি। তারা বিসিবির অধীনে ক্লাব ক্রিকেটে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তামিম ইকবাল গুলশান ক্লাবের সঙ্গে যুক্ত বেশ কিছুদিন ধরেই। আর ওল্ড ডিওএইচএসের সঙ্গে যুক্ত সুজন। ফলে ধরে নেয়াই যাচ্ছে এই দুটি ক্লাব অংশ নিচ্ছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

এ প্রসঙ্গে বিশ্বস্ত একটি সূত্র বলেন, ‘হ্যাঁ, আমাদের কাছে ৪৩ টি ক্লাব চিঠি দিয়েছে। তারা জানিয়েছে বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না। তবে সেই ক্লাবগুলোর মধ্যে তামিম ইকবাল ও খালেদ মাহমুদ সুজনের ক্লাব নেই।’

এর আগে গত রবিবার ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশ (সিসিডিএম) প্রথম বিভাগের ২০টি ক্লাবকে দল বদল ও লিগের তারিখ জানিয়ে চিঠি দিয়েছে। আগামী ৫ ও ৬ নভেম্বর দলবদল, লিগ শুরু ১৮ নভেম্বর। দলবদল অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সাত মাসের ব্যবধানে ২০২৫-২৬ লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ অক্টোবর প্রথম বিভাগের ১৬টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা করে সিসিডিএম। যদিও ক্লাবগুলোর অনেকেই একই বছরে দুটি লিগ খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.