অন্তর্বর্তী সরকার সংবাদ সম্মেলন করবে আজ

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার। এদিন দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

স্বীকৃত সাংবাদিকদের আজ দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে সব ব্রিফিং দেয়া হয়েছে, সেগুলো সাধারণত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’।

তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.