স্ট্যান্ডার্ড চার্টার্ডের উদ্যোগে ‘এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স সলিউশন’, অংশীদারিত্বে ব্র্যাক ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের আর্থিক খাতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে ‘এক্সপোর্ট রিসিভেবল ফাইন্যান্স ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস/ব্যাংকস (আরএফএফআই)’ নামের এক অগ্রণী ট্রেড ফাইন্যান্স সমাধান চালুর মাধ্যমে। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে অংশীদারিত্বে শুরু করা এই উদ্যোগের মূল লক্ষ্য হল রপ্তানি কারকদের জন্য তারল্য (লিকুইডিটি) বৃদ্ধির মাধ্যমে বিলম্বিত লেটার অব ক্রেডিট (এলসি)-এর আওতায় রপ্তানি আয় দ্রুত দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করা।

এই উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিদেশি ক্রেতা ব্যাংকগুলোর সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক হারে রিসিভেবল ফাইন্যান্সিং সুবিধা প্রদান করবে। আরএফএফআই-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক রপ্তানীকারকদেরকে বিল পরিশোধের নির্ধারিত সময়ের আগেই অর্থায়নের সুযোগ করে দেবে, যা তাদের নগদ প্রবাহ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করবে, পাশাপাশি তাদের টাকা পাওয়ার মোট সময়ও কমে আসবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইতোমধ্যে আন্তঃসীমান্ত সরবরাহকারী অর্থায়ন (ক্রস-বর্ডার সাপ্লায়ার ফাইন্যান্সিং) এর ক্ষেত্রে বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ১২টি বৈশ্বিক ক্রেতার সাথে কাজ করছে, যারা বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করে থাকে। এই নতুন উদ্যোগটি সেই সাফল্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে, সুসংগঠিত বাণিজ্য অর্থায়নের সুবিধাগুলো স্থানীয় সহযোগী ব্যাংকগুলোর কাছেও পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা দেশের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের কান্ট্রি হেড লুৎফুল আরেফিন খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের ক্লায়েন্ট ব্যাংকগুলোর জন্য আন্তঃসীমান্ত আমদানি লেনদেনের সুবিধা প্রদান করে আসছি। আরএফএফআই চালুর মাধ্যমে, সেই সহায়তা রপ্তানি খাতেও বাড়াতে পেরে আমরা গর্বিত। ব্র্যাক ব্যাংক বহু বছর ধরে আমাদের বিশ্বস্ত অংশীদার, এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”

ব্র্যাক ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান শাহীন ইকবাল বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড সাথে আমাদের এই উদ্যোগ রপ্তানিকারকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে এবং ব্যাংকিং খাতে উদ্ভাবন নিয়ে আসার লক্ষ্যে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। স্ট্যান্ডার্ড চার্টার্ড -এর বৈশ্বিক নেটওয়ার্ক, বাজারজ্ঞান এবং গ্রাহকসেবার পরিধি একত্রিত করার মাধ্যমে, আমরা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নগদ অর্থ প্রবাহ বাড়াতে এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হব, যা বাংলাদেশের রপ্তানি খাতের আর্থিক শক্তিকে আরো বৃদ্ধি করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী একমাত্র বহুজাতিক সার্বজনীন ব্যাংক, যা ১২০ বছরেরও বেশি সময় ধরে অব্যাহতভাবে দেশে কাজ করছে। দেশের বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গ্রাহকদের সহায়তা নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড উদ্ভাবনী ডিজিটাল সমাধান, আধুনিক ট্রেড প্রোডাক্ট এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড আর্থিক সেবা প্রদান চালিয়ে যাচ্ছে।

ব্র্যাক ব্যাংক একটি পূর্ণাঙ্গ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের তালিকাভুক্ত ব্যাংকগুলির মধ্যে ব্যাংকিং খাতে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, সর্বাধিক আন্তর্জাতিক শেয়ারহোল্ডিং এবং দেশের সর্বোচ্চ ক্রেডিট রেটিংধারী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক প্রায় সব ধরনের আর্থিক সূচকে নেতৃত্ব দিয়ে আসছে। সুশাসন ও মূল্যভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটি দেশের অন্যতম মানদণ্ড। এসএমই, কর্পোরেট ও রিটেইল খাত জুড়ে সুসমন্বিত ও বৈচিত্র্যময় পোর্টফোলিওর মাধ্যমে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.