গুলশান ক্লাব অলিম্পিয়াড শুরু

দেশের ২২টি ক্লাবের ২৪টি দল ও হাজারের বেশি অ্যাথলেট নিয়ে শুরু হল ‘দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫’। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান ক্লাবের টেনিস কোর্টে দশ দিনের আয়োজনের উদ্বোধন হয়েছে।

এ বছর মোট ১৭টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। নতুন সংযোজন হিসেবে রয়েছে প্যাডেল ও ভারোত্তলন।

আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২২টি ক্লাবের প্রায় ১ হাজার ২০০ অ্যাথলেট ১৭টি ইভেন্টের ৩৪ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছেন।

উদ্বোধন অনুষ্ঠানে গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট এম. এ. কাদের (অনু), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, প্রাইম ব্যাংক পিএলসির হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, ব্র্যাক ব্যাংক পিএলসির চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবির, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলো হল- দ্য আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউজ অ্যাসোসিয়েশন ক্লাব, বনানী ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, ডাচ ক্লাব ঢাকা, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড, দ্য ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, সেইন্টস ক্লাব লিমিটেড এবং উত্তরা ক্লাব লিমিটেড।

ক্লাবগুলো টেনিস, ক্রিকেট, ফুটবল, স্কোয়াশ, ব্যাডমিন্টন, সাঁতার, সুকার, পুল, গলফ, টেবিল টেনিস, বাস্কেটবল, দাবা, আর্ম রেসলিং, কুইজ, প্যাডেল এবং ওজনোত্তোলনসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা করবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.