মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং এসকোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের মধ্যে গত ৩০ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজম্যান্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
এই চুক্তির মাধ্যমে এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর গ্রাহকদের ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমবিএল রেইনবো’ এবং এমএফএস সেবা ‘মাইক্যাশ’ এর মাধ্যমে দেশব্যাপী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর সকল আউটলেট থেকে এই সেবা গ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ ফারুক আহ্ম্মেদ, হেড অব কর্পোরেট লায়াবিলিটি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট কে. এম. আনোয়ারুল ইসলাম, হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা, হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং দর্পন কান্তি রায়, তেজগাঁও গুলশান লিংক রোড ব্রাঞ্চের শাখা প্রধান আল মনসুর এবং এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর জেনারেল ম্যানেজার (ফাইনান্স এন্ড একাউন্টস) আব্দুল্লাহ আল রাশেদ, সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এন্ড শোরুম অপারেশনস) সৈয়দ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.