তানজানিয়ায় নির্বাচনে শত শত প্রাণহানি, জিতলেন সামিয়া হাসান

আফ্রিকার দেশ তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। গত বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু এতে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।

এ নিয়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। নির্বাচনের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। গতকাল দেশটির প্রধান বিরোধী দল জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। যদিও জাতিসংঘ এখন পর্যন্ত মাত্র ১০ জন নিহতের তথ্য দিয়েছে।

তানজানিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণায় শনিবার (১ নভেম্বর) জানিয়েছে, সামিয়া ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। বুধবারের নির্বাচনে ৩ কোটি ২০ লাখ ব্যালট কাস্ট হয়।

নির্বাচনী সহিংসতা ঘিরে তানজানিয়ার প্রায় সব জায়গায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে করে নিহতের আসল সংখ্যা প্রকাশ পাচ্ছে না। সরকারও হতাহতের পরিমাণ লুকানোর পাশাপাশি কারফিউ জারি করে রেখেছে।

শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার জ্যাকবস এমওয়ামবেগেলে আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “আমি ঘোষণা করছি সামিয়া সুলুহু হাসান প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।”

জ্যাকবস জানিয়েছেন, মোট ভোটারের ৮৭ শতাংশ ভোট পড়েছে।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে প্রধান দুই বিরোধী দলীয় নেতাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে সেখানে কীভাবে এত মানুষ ভোট দিলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার থেকেই আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলেন, পুলিশের গাড়ি ও থানায় আগুন দেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.