দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ারদর বিদায়ী সপ্তাহে বেড়েছে ৩০ টাকা ৭০ পয়সা বা ৪৮ দশমিক ৫৮ শতাংশ।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যাপিএম বিএনবিডি লিমিটেড মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ২৭ দশমিক ৪৭ শতাংশ।
সপ্তাহজুড়ে পেনিনসুলা চিটাগং লিমিটেডের (Z ক্যাটাগরি) শেয়ারদর বেড়েছে ৩ টাকা বা ২৪ দশমিক ৫৯ শতাংশ, যা তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, দামবৃদ্ধির অন্যান্য কোম্পানিগুলো— সাউদার্ন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ দশমিক ৫৮ শতাংশ, তামীজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ১৪ দশমিক ৫১ শতাংশ, হাক্কানিপুল বুটলিমিটেডের ১৪ দশমিক ০৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ দশমিক ৮৪ শতাংশ, বঙ্গ পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টস লিমিটেডের ১৩ দশমিক ৪৫ শতাংশ, রানার অটোমোবাইলস লিমিটেডের ১৩ দশমিক ০১ শতাংশ এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ দশমিক ৬৩ শতাংশ শেয়রদর বেড়েছে।
অর্থসূচক/ এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.