হাসপাতালে অভিনেতা ধর্মেন্দ্র

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র দেওলকে হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। শুক্রবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ফলে  অনেকেই জানতে চেষ্টা করছিলেন কী হয়েছে প্রিয় তারকার।

তবে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ রুটিন চেকআপ। প্রয়োজনীয় কিছু মেডিকেল পরীক্ষা করা হচ্ছে এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

পরিবার সূত্র গণমাধ্যমকে আরও জানিয়েছে, তিনি একেবারেই সুস্থ রয়েছেন। তাই অযথা ভুয়া খবর না ছাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। ধর্মেন্দ্রকে দেখা যাবে ‘ইক্কিস’ ছবিতে। সিনেমাটি ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের নায়ক পিভিসি অরুণ খেতারপালের জীবনী অবলম্বনে নির্মিত। ইতোমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় আজও দর্শকদের মনে অমলিন

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.