পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলসের খসড়া বিষয়ে মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া বিষয়ে সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করছে। উক্ত খসড়া ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের মতামত প্রেরণ করতে।

খসড়া ডাউনলোডের ওয়েবলিংক: https://sec.gov.bd/crequest/Draft_on_the_Bangladesh_Securities_and_Exchange_Commission_(Public_Offer_of_Equity_Securities)_Rules,_2025_30.10.2025.pdf

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.