ইউসিবি ইনভেস্টমেন্ট ও ব্রেইন স্টেশনের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি

দেশের আর্থিক ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হলো। সম্প্রতি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর মধ্যে কোম্পানিটির ইনিশিয়াল কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (আইকিউআইও) সংক্রান্ত একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক, এই চুক্তির মাধ্যমে দেশের অন্যতম অগ্রণী সফটওয়্যার সার্ভিস কোম্পানি ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর পুঁজিবাজারে যাত্রার অংশীদার হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি কেবল একটি ব্যবসায়িক সহযোগিতা নয়, বরং দেশের আর্থিক ও প্রযুক্তি খাতের মধ্যে এক নতুন সেতুবন্ধন। এর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ইতোমধ্যে এসএমই, আইটি কোম্পানি, স্টার্টআপ এবং অন্যান্য উদ্ভাবনী প্রতিষ্ঠানের আর্থিক পরামর্শ, ইস্যু ম্যানেজমেন্ট ও বিনিয়োগ সহায়তার মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করছে। এই চুক্তি তাদের সেই অঙ্গীকারকে আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করা হয়।

ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর আইকিউআইও উদ্যোগকে দেশের উদ্ভাবন ও ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উভয় প্রতিষ্ঠানই বিশ্বাস করে, এই সহযোগিতা বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.