এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এআইইউবি-এর মিডিয়া স্টুডিও-তে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. পার্থ প্রসাদ চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভীর মাহমুদ, ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর আলম, একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ এবং ফাইন্যান্স বিভাগের প্রভাষক নাবিলা ওয়াহিদসহ বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ এবং প্রভাষক গৌরব রায় বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপনের নিমিত্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে বিআইসিএম পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এআইইউবি-এর শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম-এর এ আয়োজন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.