নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

আসন্ন নির্বাচনের জন্য প্রতীক তালিকায় সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে এই তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতীকটি ইসির গেজেটে অন্তর্ভুক্ত হলো।

প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে।

প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।

শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.