পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) করপোরেট হেড অফিস স্থাপনের জন্য রাজধানীর গুলশানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত জমির প্লট নাম্বার-১১০, রোড নাম্বার-১১৩, গুলশান এভিনিউ। জমির পরিমাণ ২০ কাঠা। এই জমি কিনতে মূল্য সংযোজন কর এবং রেজিস্ট্রেশন খরচ ছাড়াই ব্যাংকটির ৩শ কোটি টাকা ব্যয় হবে।
এর আগে এমটিবির পরিচালনা পর্ষদ গুলশান-১ এর ১৩৮ নাম্বার সড়কের ১ নাম্বার প্লটে নির্মিত দ্যা কিউব নামের ২১তলা বাণিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছিল। গতকালের পর্ষদ সভায় আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।
গতকালের পর্ষদ সভায় এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরও একই সময়ে আয় ১ টাকা ৮৮ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.