দরবৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ইউনিট দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক  ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচের শেয়ার দর ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, টেকনো ড্রাগ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, এস. আলম কোল্ড রোল্ড, সোনালী আঁশ এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.