ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে লিটন দাসের দল। ফলে দ্বিতীয় ম্যাচটি ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
বাংলাদেশ সফরের আগে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ক্যারিবিয়ানরা। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে সেই বৃত্ত ভাঙারও সুযোগ ক্যারিবিয়ানদের। অবশ্য দ্বিতীয় ম্যাচে হারলেও সিরিজ জেতার সুযোগ থাকবে সফরকারীদের।
এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে ফিরেছেন জাকের আলী অনিক। একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ এই একটি পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রস্টন চেজ, শারফেইন রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, খারি পিয়েরে, আকিল হোসেন, জেইডেন সিলস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.