না দেখেই জুলাই সনদের খসড়া স্বাক্ষর করেছে বিএনপি: নাসিরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে বিএনপির তাতে স্বাক্ষর করা উচিত ছিলো। তারা না দেখে স্বাক্ষর করেছে, তাই এখন তারা পস্তাচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় বুধবার (২৯ অক্টোবর) বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

নাসিরুদ্দীন বলেন, চূড়ান্ত খসড়া দেখেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। তবে, এর প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছে দলটি। ঐকমত্য কমিশন মাঝখানে সালাহউদ্দিন কমিশনে পরিণত হয়েছিলো তবে এখন কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, গণভোট আগে হবে না পরে হবে সেই বিতর্কে এনসিপি যাবে না, কারণ এটি বিএনপি ও জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ যা গণভোটকে ব্যাহত করার প্রচেষ্টা।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.