নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৪টায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.