নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) অনুষদের সহযোগিতায় ‘পুঁজিবাজার ও মার্চেন্ট ব্যাংকিং’ বিষয়ক কর্মশালা ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক অধ্যাপক আইরীন আক্তার কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন। কর্মশালায় পুঁজিবাজার ও মার্চেন্ট ব্যাংকিং বিষয়ে আলোচনা করেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলম। শিক্ষার্থীদের বিনিয়োগে উৎসাহিতকরণ এবং পুঁজিবাজার ও মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উক্ত কর্মশালায় পুঁজিবাজারের বর্তমান অবস্থা, মার্চেন্ট ব্যাংকের ভূমিকা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, আইসিএমএল-এর পণ্য ও সেবার পরিচয়, জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম, অধ্যাপক রুমানা রইছ, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক বখতিয়ার রানা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং আইসিবি ও আইসিএমএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুঁজিবাজার উন্নয়নে আইসিএমএল-এর এ ধরণের উদ্যোগের প্রশংসা করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.