এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে আজ শেষ হলো মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যাংকের হেড অব এসএমই মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ২৫ জন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের মেলা ঘুরে দেখেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.