বিজিসিসিআই’র নতুন সভাপতি রোকনুজ্জামান

বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার কৌশলগত পদক্ষেপ হিসেবে আমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সভাপতি মোঃ রোকনুজ্জামান, এফসিএ বিজিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে, নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান, এফসিএ পারস্পরিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, বিশেষ করে পোশাক, নবায়নযোগ্য জ্বালানি এবং উদীয়মান প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে।” তিনি আরও বলেন, “সভাপতি হিসেবে, আমি জার্মান উদ্যোগ এবং বিজিসিসিআই-এর সাথে কাজ করার জন্য নিবেদিতপ্রাণ, যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হয় এবং আরও বিনিয়োগ আকর্ষণ করা যায়।”

নবনির্বাচিত নেতৃত্বরা হলো- সিনিয়র সহ-সভাপতি:ওয়েবার পাওয়ার সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক খান এবং ম্যান এনার্জি সলিউশনস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আনোয়ার।

সহ-সভাপতি: লস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ওসমান হায়দার এবং রবার্ট বোশ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক নবনীতা কৃষ্ণান।

কোষাধ্যক্ষ: গ্লোব ফরওয়ার্ডিং অ্যান্ড ফ্রেইট লিমিটেডের পরিচালক আদনান মোঃ ইকবাল।

এছাড়া নতুন বোর্ডের পরিচালকরা হলেন- থ্রিআই লজিস্টিকস (প্রা.) লিমিটেডের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম শার্কার, ফিচনার জিএমবিএইচ অ্যান্ড কোং কেজির কান্ট্রি ম্যানেজার অনুপম কুমার, কেএসকে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাবেরা আহমেদ কলি, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক টেরেন্স ওং কিয়ান হক, সিনোভিয়া ফার্মা পিএলসির সিওও মুইন উদ্দিন মজুমদার, ভিইআইটি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিবাস রাঘবন রামাস্বামী, ভার্টেক্স ওয়‍্যার লিমিটেডের (ভার্টেক্স গ্রুপ) পরিচালক মো. মুনির হোসেন, উইলো ম্যাথার অ্যান্ড প্ল্যাট পাম্পস প্রা. লিমিটেডের কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ শেখ মোহাম্মদ সাইদুল আলম।

গণমাধ্যম জানিয়েছে, নতুন নেতৃত্ব দল বাংলাদেশের ও জার্মানির মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে কাজ করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.