প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোন্থা’। এর প্রভাবে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় চার বন্দরে হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়টি মোন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় বিশেষ সতর্কতা জারি করে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মোন্থার কারণে অন্তত ৫০ হাজার উপকূলবাসীকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তামিলনাড়ুতে সোমবার থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্ধ্রপ্রদেশের ২৬টির মধ্যে ২৩ জেলায় জারি হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেইসাথে, উড়িষ্যার পাঁচ জেলা আর কলকাতাসহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারি বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক জরুরি বৈঠক করেছেন সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তার সাথে ফোনালাপে দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহায়তা আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। স্থলভাগে আঘাত হানার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের এক হাজার ৪১৯টি গ্রাম আর ৪৪টি শহরে ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.