শাই হোপ একপ্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজের রান বাড়িয়েছেন। বাংলাদেশের বোলাদের ওপর তিনি রীতিমতো চড়াও হয়েছিলেন। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা রভম্যান পাওয়েল। শেষদিকে পাওয়েলও ব্যাট হাতে দারুণ এক ক্যামিও খেলেছেন।
তানজিম সাকিবকে শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ২৮ বলে ৪৪ রান করেছেন। আর হোপ ২৮ বলে ৪৬ রান করেন।
এর আগে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন নাসুম আহমেদ। শুরু থেকেই দেখেশুনে ইনিংস শুরু করেন অ্যালিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। প্রথম ওভার থেকে আসে মাত্র ৩ রান। পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে আসেন নাসুম। তিনি সেই ওভারে মাত্র ১ রান দেন। পাওয়ার প্লেতে বাংলাদেশ আর কোনো উইকেট নিতে পারেনি। বিনা উইকেটে তারা তুলে নেয় ৩৫ রান।
পাওয়ার প্লের পরই রিশাদ হোসেনকে বোলিংয়ে আনেন অধিনায়ক লিটন দাস। তবে দ্বিতীয় বলেই ছক্কা হজম করেন তিনি। তাকে লং অফ দিয়ে ছক্কা হাঁকান কিং। এক বল পর রিশাদকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরেকটি চার মারেন আথানেজ। ক্যারিবিয়ানরা পাওয়ার প্লের পরই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হওয়া শুরু করে। ইনিংসের অষ্টম ওভারে তারা দলীয় পঞ্চাশ পেরিয়ে যায়। রিশাদ হোসেন বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আথানেজকে ব্যক্তিগত ৩৪ রানে বোল্ড করে।
দ্বিতীয় উইকেটে কিংকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক শাই হোপ। ৩৫ বলে ৩৩ রান করা ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে প্রথম উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। এই পেসারের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন কিং। পরের বলে শেরফানে রাদারফোর্ডকেও ফেরান তাসকিন। তাসকিনের বল রাদারফোর্ডের ব্যাটের কানায় লেগে টপ এজ হয়ে যায়। সেই ক্যাচ সহজেই নিয়েছেন লিটন দাস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.