প্রথম টি-টোয়েন্টিতে টসে হারলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের সব ম্যাচই হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এবার দুই দলই মাঠে নামছে টি-টোয়েন্টির লড়াইয়ে। সিরিজের ৩টি ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। এবার লিটন ফিরেছেন বাংলাদেশ দলে। এরই মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।

বাংলাদেশ এই ম্যাচে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দুই স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.