দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে (১৯ অক্টোবর-২৩ অক্টোবর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২২ দশমিক ৬৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৯ দশমিক ৪২ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৮ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে ভিএফএস থ্রেড।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: সমতা লেদার, আরামিট লিমিটেড, ন্যাশনাল হাউজিং, একমি পেস্টিসরাইডস, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং ক্যাপিটেক জিবি ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.