প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজার নিয়ে হতাশ হওয়া যাবে না। সকলের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে এবং পুঁজিবাজারে গতিশীলতা আনতে হব। কো-অর্ডিনেশনের মাধ্যমে বাস্তব অবস্থা বুঝে কাজ করতে হবে এবং গুজব ছড়াতে দেওয়া যাবে না।”
আজ বুধবার (২২ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে পুঁজিবাজার অংশীজনদের সাথে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক গঠিত কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী আশা প্রকাশ করেন- বাংলাদেশ ব্যাংক স্বায়ত্তশাসন পেলে বিএসইসিও স্বায়ত্তশাসন পাবে। তিনি স্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর রেজিস্ট্রেশন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা একে দ্রুত কার্যকর করার নির্দেশ দেন।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর আগারগাঁও-এ বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোর্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের পরিচালক নাবিল জসিম আহমদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন, ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বিএপিএলসির পরিচালক মাে. কায়সার হামিদ, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহীদুল ইসলাম, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেসবাহ উদ্দিন আহমেদ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির সিইও মাহমুদা আক্তার, প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।
সভায় পুঁজিবাজার সংস্কারে গৃহীত উদ্যোগের অগ্রগতি এবং নতুন বিধিমালাসমূহের বাস্তবায়ন, সার্ভেইল্যান্স সিস্টেমের আধুনিকায়ন, স্যাটলমেন্টের সময় কমানো এবং রেকর্ড তারিখে ট্রানজেকশন, স্ক্রিপ নেটিং চালু করা, কমোডটি এক্সচেঞ্জ ও ফিউচারস মার্কেট চালু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে কমিশনের উদ্যোগ-কার্যক্রমের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘মার্জিন বিধিমাল,২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ এর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই এগুলোর কাজ সম্পন্ন হবে যার মাধ্যমে পুঁজবিাজারের আইনী সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়ে যাবে। তিনি তিনি মার্জিন বিধিমালা সম্পর্কে বলেন, “অতি সত্ত্বর গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে। তবে শঙ্কার কারণ নেই। আমরা চুলচেরা বিশ্লেষণ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের আলোকে নতুন মার্জিন ঋণ বিধিমালা পরিমার্জন করা হয়েছে। এছাড়া এই বিধিমালা কার্যকরের পরও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য ন্যূনতম ৬ মাস থকেে ১ বছর সময় থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.