ছয় মিউচুয়াল ফান্ড হাতছাড়া হতে পারে এলআর গ্লোবালের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচুয়াল ফান্ডের পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডকে। শিগগিরই এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে। ফান্ডের তহবিল বিনিয়োগে আইন লংঘন ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত ফান্ডগুলো হচ্ছে- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিবউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

সূত্র অনুসারে, এলআর গ্লোবালের বিরুদ্ধে আলোচিত ছয় তহবিলের সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেড অধিগ্রহণে আইনলংঘন ও অনিয়মের প্রমাণ পেয়েছে বিএসইসি। পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডকে অধিগ্রহণ করার পর এলআর গ্লোবাল কোম্পানিটির নতুন নামকরণ করে-কোয়েস্ট বিডিসি লিমিটেড। এই অধিগ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে, তাতে ফান্ডের বিনিয়োগকারীরা ক্ষতির শিকার হয়েছে বলে বিএসইসির ভাষ্য।

আজ বিএসইসির কমিশন সভার পরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এর বিধান ভঙ্গ করে ব্যবসায়িক কার্যক্রমে না থাকা এবং NAV ও রিটেন আর্নিং নেগেটিভ এমন দুর্বল কোম্পানির একক শেয়ারে বিনিয়োগ করায় উক্ত ৬টি ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হয়। এ প্রেক্ষিতে জনস্বার্থে ৬টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে LR Global Bangladesh Asset Management Company Limited এর নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ঘটনায় এলআর গ্লোবালের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসইসি। এছাড়াও নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.