সুপার ওভারে গড়ালো ম্যাচ, বাংলাদেশের টার্গেট ১১

সুপার ওভারে গড়ালো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৫ রান। অন্যদিকে বাংলাদেশের ২ উইকেট অথবা এই রান করতে না দেয়া। মেহেদী হাসান মিরাজ শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন সাইফ হাসানের হাতে। সাইফ প্রথম দুই বল ব্যাটেই লাগাতে পারেননি আকিল হোসাইন।

পরের দুই বলে দুটি সিঙ্গেল। পঞ্চম বলে আকিল বেরিয়ে এসে খেলতে গিয়ে হয়ে যান বোল্ড। শেষ বলে সাইফ পেতে পারতেন আরেকটি উইকেট। তবে স্কয়ার লেগে সেই ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। দুই রান নিয়ে ম্যাচ টাই করে ওয়েস্ট ইন্ডিজ।

সুপার ওভারে দ্বিতীয় বলেই শেরফানে রাদারফোর্ডকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রাদারফোর্ডের উইকেট নিলেও ১০ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ৫ বরে ৬ রান দিলেও শেষ বলে চার হজম করেছেন বাঁহাতি এই পেসার। ফলে বাংলাদেশের লক্ষ্য ১১ রান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.