বাংলাদেশকে চাপে রেখে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানতে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩৩ রান অল আউট হয়ে গিয়েছিল তারা। মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটে যেকোনো দলের জন্যই খেলা চ্যালেঞ্জিং সেটা মানছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার খারি পিয়েরে।

এ প্রসঙ্গে পিয়েরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি আগেই বলেছি, উইকেট স্পিন সহায়ক। তবে আমাদের যেকোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে, আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে। বাংলাদেশ ২০১১ সাল থেকে এখানে কোনো সিরিজ হারেনি। তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ান বোলারদের খেলতে হাঁসফাঁস করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। যত চ্যালেঞ্জই থাকুক পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় কায়রিবীয়রা। আপাতত ভালো জায়গায় বল ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের পরিকল্পনা খোলাসা করে পিয়েরে বলেন, ‘হ্যাঁ, আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা দলের কৌশল নিয়েও কথা বলেছি। আমি আগেই বলেছি, আমাদের মানিয়ে নিতে হবে এবং সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করা থেকে বিরত রাখতে হবে। আমাদের জেতার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো, সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.