২ সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার আদালত। এছাড়া এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট আরও ১৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশগুলো দেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা আটজন হলেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খান, তার স্ত্রী সাবিনা রহমান খান, সাংবাদিক সুভাষ সিংহ রায় ও তার স্ত্রী মমতা হেনা লাভলী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. শহীদ, মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মাসুদ, হাবিবুর রহমান খানসহ অন্যরা দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত দাবি করে দুদক আদালতকে বলে, এসব ঘটনার অনুসন্ধান চলছে। এই ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে সেই অনুসন্ধান ব্যাহত হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.