দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৯ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

সূত্র মতে, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ৯ দশমিক ৯৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, ইন্দো-বাংলা ফার্মাসি, কাট্টালি টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, দেশ গার্মেন্টস এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.