দিল্লিতে ইন্ডিগো প্লেনে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে একটি প্লেনের ভিতরে যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগে। তবে কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ প্লেনটি ট্যাক্সিং করার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। কেবিন ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়, দিল্লি থেকে দিমাপুরগামী ৬ই ২১০৭ ফ্লাইটটি যাত্রীর আসনের পকেটে রাখা একটি ইলেকট্রনিক যন্ত্র থেকে অল্পমাত্রার আগুন লাগায় পার্কিং এলাকায় ফিরে আসে। ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুসারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।

সংস্থাটি জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষার পর প্লেনটি ফের উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২০ নিও প্লেনটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানায়, যাত্রীরা পুরো ঘটনার সময় শান্ত ও সহযোগিতামূলক ছিলেন। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি প্লেনে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.