হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়ে গেছে। এ ঘটনায় বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, ঘটনার দুই মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিমানটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং একটি খণ্ড সমুদ্রের পানিতে ভাসছিল।
এমিরেটস ফ্লাইট ইকে ৯৭৮৮, বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের বিমানটি দুবাই থেকে হংকংয়ে এসেছিল। এটি তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার সিটি–র মালিকানাধীন।
বিমানটিতে থাকা চারজন ক্রু সবাই বেঁচে আছেন। উদ্ধার হওয়ার আগে তারা নিজেরা দরজা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল এবং এই ঘটনার কারণে অন্য কোনো ফ্লাইটের ওপর প্রভাব পড়েনি।
১৯৯৮ সালে হংকং বিমানবন্দর চালু হওয়ার পর এটি দ্বিতীয় মারাত্মক দুর্ঘটনা। এমিরেটস এক বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছে, অবতরণের সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় হংকং বিমানবন্দরে ২১৩ জন দমকলকর্মী ও প্রাথমিক চিকিৎসা কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।
বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের বিমানটি মূলত যাত্রীবাহী ছিল। পরে এটিকে মালবাহী বিমানে রূপান্তর করা হয়। এয়ারক্রাফট ট্র্যাকিং সাইট এয়ারফ্লিটস জানিয়েছে, বিমানটির বয়স ৩০ বছরের বেশি এবং ১৯৯৩ সালে এটি প্রথম যাত্রা শুরু করেছিল।
বিগত সময়ে এটি জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া)-এর অধীনেও পরিচালিত হয়েছে। সোমবার এমিরেটস স্কাইকার্গোর ফ্লাইট ইকে ৯৭৮৮ হিসেবে এটি পরিচালিত হচ্ছিল।
রোববার দুবাই থেকে রওনা দিয়ে স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এ ধরনের আরেকটি বোয়িং এয়ার সিটির কাছে আছে।
হংকং বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্টিভেন ইয়ু জানিয়েছেন, অবতরণের পর বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের বেষ্টনীর সঙ্গে ধাক্কা খায়।
তিনি বলেন, দুঃখজনকভাবে সে সময় সেখানে একটি এয়ারপোর্ট সিকিউরিটি পেট্রল কার ছিল, যা বিমানটির সঙ্গে সংঘর্ষের পর সমুদ্রে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত দুই গ্রাউন্ড স্টাফের একজন সাত বছর এবং অন্যজন ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন। স্টিভেন ইয়ু আরও বলেন, অবতরণের সময় বিমানটি কোনো বিপদ সংকেত পাঠায়নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.