আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকালই একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিকে ‘বাছাইকৃত, পক্ষপাতদুষ্ট এবং অকাল মন্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী এই বিবৃতিকে যাচাই ছাড়া দেয়া মন্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, একটি বিমান হামলায় তাদের তিন জন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে দেয়া আইসিসির বিবৃতি দেখে এসিবি সেটিকে স্বাগত জানায়। সঙ্গে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বানও জানায়। এর কয়েক ঘণ্টা পরই পাকিস্তান সরকার আইসিসির অবস্থান নিয়ে আপত্তি তোলে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারা এক্স অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে বলেন, আইসিসি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে যে তিনজন ‘আফগান ক্রিকেটার’ এক ‘বিমান হামলায়’ নিহত হয়েছেন। এই দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রমাণ উপস্থাপন করেনি আইসিসি।
তারা অভিযোগ, আইসিসি অতি উৎসাহিত হয়ে একটি পক্ষের ভাষ্যকে প্রাধান্য দিচ্ছে। তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এবং আইসিসির বক্তব্য অবিলম্বে সংশোধনের আহ্বান জানাচ্ছে।’
আইসিসির বিবৃতি প্রকাশের পরপরই সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ একই ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন বলে মন্তব্য করেন পাকিস্তানের মন্ত্রী। তার দাবি, ‘এরপর এসিবি যে বিবৃতি দেয়, তাতেও কোনো নতুন তথ্য বা প্রমাণ না থেকে মূলত আইসিসির বক্তব্যকেই প্রতিধ্বনি করা হয়।’
এদিকে চলমান পরিস্থিতির মধ্যেই আফগান অধিনায়ক রশিদ খান তার এক্স অ্যাকাউন্ট থেকে পিএসএলের দল লাহোর কালান্দার্সের থেকে নাম সরিয়ে নিয়েছেন। যদিও গুজরাট টাইটান্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের নাম তাঁর বায়োতে এখনও রয়েছে।
গতকালই আফগানিস্তান পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এই সিরিজ খেলতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.