সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৭ টাকা ২০ পয়সা বা ১৪ দশমিক ২৪ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ার দর ৯২ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৬১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, জেমিনী সী ফুড, সামিট অ্যালায়েন্স, ন্যাশনাল ফীড মিল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.