জুলাই সনদ স্বাক্ষর করল গণফোরাম

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।

রবিবার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করে দলটি।

এর আগে, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলটির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা সই করেননি।

স্বাক্ষর না করার বিষয়ে শনিবার (১৮ অক্টোবর) দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছিলেন, ‘সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি ছিল। আমরা বলেছিলাম, এগুলো সংশোধন করা হলে সই করব।

আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পেয়ে আমরা স্বাক্ষর থেকে বিরত থাকি। তবে গতকাল (শুক্রবার) বৃষ্টির পরই আমরা সনদের চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানায় এটি সংশোধন করা হয়েছে। আজ দলীয় সভায় পর্যালোচনার পর আমরা আগামীকাল (আজ) সনদে সই করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে-বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু বিষয়ে। এগুলো নিয়েও আমরা আলোচনায় আছি এবং ইতিবাচকভাবে বিষয়টি নিচ্ছি।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.