বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের সন্মানিত করেছি। কেউ যেন তাদেরকে বিতর্কিত করতে না পারে, সেজন্যই এটি বলেছি। জুলাই অভ্যুত্থান আমাদের একটা বড় শক্তি।
সম্প্রতি রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এনসিপির ক্ষমা চাওয়ার বিষয়কে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দাবি পূরণ হওয়ার পরও ‘জুলাই যোদ্ধা’ নাম নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল।
সালাহউদ্দিন দাবি করেন, তার বক্তব্যকে অপব্যাখ্যা করে ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের ‘দোসর’ বলার দায় তার ওপর চাপানো হচ্ছে।
সালাহউদ্দিন আরও বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। তিনি সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য।
তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা কথা বলে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না।’
তিনি অগ্নিকাণ্ডের কিছু ঘটনার প্রসঙ্গেও মন্তব্য করেছেন। সালাহউদ্দিন বলেন, কিছু ঘটনা মনে হচ্ছে একই সূত্রে গাথা, তবে তা তদন্তের পরই বলা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.