বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর কর্মকর্তাদের জন্য ‘Fundamentals on Trading & Technical Analysis’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। এ সময় লঙ্কাবাংলা সিকিউরিটিজ-এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান তৌহিদুর নূর ও বিআইসিএম-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করবেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক জনাব এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায়, প্রভাষক জনাব মোঃ আদনান আহমেদ।
লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সাথে বিআইসিএম-এর Certificate Course on Fundamentals of Capital Market বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ২ বছরের একটি প্রশিক্ষণ চুক্তি রয়েছে। উক্ত প্রশিক্ষণ চুক্তির আওতায় লঙ্কাবাংলার কর্মকর্তাদের জন্য বিআইসিএম বিশেষায়িত এসব প্রশিক্ষণ আয়োজন করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.