চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সোয়া ২টার দিকে সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ওই পোশাক কারখানায় এ আগুন লাগে। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, বর্তমানে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে রয়েছে– আগ্রাবাদ, নন্দনকানন, কালারঘাট, বন্দর, সিইপিজেড ফায়ার সার্ভিস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.