রাসায়নিকের গুদাম থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে, সময় লাগবে: ফায়ার সার্ভিস

মিরপুর এলাকার গার্মেন্টসের আগুন নির্বাপন সম্ভব হলেও পাশেই রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নির্বাপন করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে “দীর্ঘ সময় লাগবে”।

সাংবাদিকদের ব্রিফিংকালে বলছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, সকালে রাসায়নিক গুদামের মেইন গেট খুলে দেখেছি। প্রচণ্ড ধোঁয়া আছে ভেতরে। সাদা ধোঁয়ার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ নয়। দীর্ঘ সময় লাগবে অপারেশন শেষ করতে হবে। আমাদের কার্যক্রম চলমান আছে ।

তিনি বলেন, বিশেষজ্ঞরা জায়গাটি পরিদর্শন করেছে এবং তাদের পরামর্শ অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালানো হবে। মিরপুরে যে রাসায়নিক গুদামটিতে গতকাল আগুন লাগে সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, বরং রাসায়নিকের আগুন থেকে টক্সিস গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আরও এক ধরনের গ্যাস বের হচ্ছে যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। যেহেতু ক্যামিকাল সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে সময় লাগবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের একটি হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রসঙ্গত, হ্যাজমেট টিম ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম, যারা রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের কারণে সংঘটিত অগ্নিকান্ডের ক্ষেত্রে উদ্ধার কাজ পরিচালনা করে থাকে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.