ইসরায়েলে এখনও বন্দি ১১ হাজার ৪৬০ ফিলিস্তিনি

অবশেষে সম্পন্ন হয়েছে বন্দিবিনিময় চুক্তি। ইসরাইয়েলি বাহিনীর অন্ধকার কারাগার থেকে ইসরায়েলের জেল থেকে মুক্ত বাতাসে ফিরে আসছেন ফিলিস্তিনিরা।

যুদ্ধবিরতির অংশ হিসাবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছেন ৩,৭০০ জন ফিলিস্তিনি। তবে এখনো ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দি রয়েছেন ১১,৪৬০ জন ফিলিস্তিনি।

এসব বন্দির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ ফিলিস্তিনি শিশুও রয়েছে। মঙ্গলবার রাজনৈতিক বন্দিদের ওপর নজারদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলা যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। খবর নিউইয়র্ক টাইমস, বিবিসি ও আনাদোলুর।

ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বন্দিদের মুক্তি দেওয়ার পরও ইসরায়েলে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি আছেন।

তবে ইসরাইলি কারাগারে বন্দিদের ব্যাপারে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, অক্টোবরের হিসাবে ইসরায়েলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ১ হাজার ৪৬০ জনেরও বেশি।

এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে, এমন বন্দির সংখ্যা প্রায় ৩৫০ জন। এর মধ্যে ৩০৩ জন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত, আর ৪০ জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন প্রক্রিয়াধীন।

যুদ্ধবিরতির মধ্যেই পাঁচ ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের নির্ধারিত কথিত ‘হলুদ সীমা’ অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, গাজা সিটির সেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়।

এসব ফিলিস্তিনিকে ‘হুমকি’ হিসাবে উল্লেখ করেছে ইসরাইলি সেনারা। কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কি না, সেটি তারা নিশ্চিত করেনি।

হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠকেই চুক্তি চূড়ান্ত হয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তার দূত স্টিভ উইটকফ সশরীর হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

মূলত ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসের সঙ্গে তারা সরাসরি সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বুধবার তারা হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.